পৃথিবীর সবচেয়ে বড় ফ্যাক্টরী

ইউটিউবে “The
largest factory in the earth” লিখে সার্চ করলে EUPA নামের একটা ফ্যাক্টরির বেশ কয়েকটা ডকুমেন্টারি দেখতে পাবেন। হুম এটা
দক্ষিন চীনে অবস্থিত। প্রায় ১৮ কি.মি. দৈর্ঘ্যের ফ্যাক্টরি এটি।  এখানে ১৭০০০ কর্মী কাজ করে। পুরো একটা শহরের
সমান জায়গা দখল করে আছে এই ফ্যাক্টরীটি তাই একে
Factory City বলা হয়ে থাকে। এই ফ্যাক্টরির ব্যাপারে একটা কথা প্রচলিত আছে। They
live there, They eat there, Their children attend to school there. হুম ঠিকই ধরেছেন এই ফ্যাক্টরিতে কর্মরত অধিকাংশ কর্মীর জন্ম এই
ফ্যাক্টরির এরিয়াতেই। এখানে তাদের বেড়ে ওঠা। এখানেই তাদের বিয়ে
, সন্তান, সংসার, মৃত্যু
সব। তারা প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ইলেক্ট্রনিক্স পন্য যেমন আইরন
, কফি মেকার, চার্জার লাইট, ব্লেন্ডার ইত্যাদি তৈরী করে থাকে।

The largest factory on Earth-Texpedia
চিত্রঃ ইউপা ফ্যাক্টরী (The largest factory on Earth)
Courtesy:
Mamun Rezwan

বিঃদ্রঃ- ছবিসমূহ গুগল হতে
ডাউনলোডকৃত

Texpedi.com

Leave a Comment