খুব সহজেই তুর্কি ভাষা শিখি

তুর্কি ভাষা শিক্ষা

ঐতিহাসিকভাবে তুর্কি বা তুরস্ক ব্যবসা-বাণিজ্যের জন্য বেশ জনপ্রিয়। বিশ্বের নানান প্রান্তের বণিকরা পাড়ি জমায় তুর্কিতে বিশেষভাবে বলতে গেলে তুরস্কের ইস্তানবুল নগরীতে। ভৌগোলিক ভাবে ইস্তানবুল বেশ গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য নগরী। তাছাড়া ব্যবসার পাশাপাশি প্রতি বছর বহু ছাত্রছাত্রী উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে তুরস্কে প্রায় নিয়মিতই আসছে। তুরস্কের পড়াশুনার দাপ্তরিক মাধ্যম তুর্কি ভাষা, যা আমাদের ভাষা থেকে সম্পূর্ণ ভিন্ন। তাই উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে আসা নতুন ছাত্রছাত্রীরা শুরুতেই একটি হোঁচট খাবার উপক্রম হয়। নতুন পরিবেশ, নতুন ভাষা, নতুন সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নিতে শুরুতে কিছুটা বেগতো পেতেই হয়। সবথেকে বেশি সমস্যা হয় ভাষা না বোঝা কিংবা না জানার কারনে।
তুরস্কে আসার পর, মূলত প্রথম বছর ভাষা শিক্ষা ইন্সটিটিউটে কোর্স করতে হয়। তবে মজার বিষয় হল, উক্ত কোর্সে তুর্কি ছাড়া অন্য কোন ভাষা ব্যবহার করা হয় না। অর্থাৎ তুর্কি ভাষাতেই তুর্কি কোর্স করতে হয়। এটা আসলেই অনেক কষ্টের। কারন আপনি কিছুই বুঝবেন না আপনার শিক্ষক কোন টপিক নিয়ে, কি আলচনা করছেন। বিদেশী ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে যদি ইংরেজি ভাষাটা (আন্তর্জাতিক ভাষা) অন্তত ব্যবহার করতেন তাহলেও অনেক সহজ হতো তুর্কি ভাষা শেখা। কিন্তু না, কোন বিদেশী ভাষাই শিক্ষকরা ব্যবহার করেন না। শিক্ষকরা মূলত বডি ল্যাংগুয়েজ এবং ড্রয়িং ব্যবহার করেন অত্যন্ত চমৎকার ভাবে।
তুর্কি ভাষা
তুর্কি ভাষা খুব সহজেই শিক্ষার জন্য এই বইটি বেশ সহায়ক। আপনিও চেষ্টা করে দেখতে পারেন।
অনেক শুভ কামনা রইলো…

Texpedi.com

0 thoughts on “খুব সহজেই তুর্কি ভাষা শিখি”

Leave a Comment