এটা গার্মেন্টস টেক্সটাইল সেক্টরের জন্য অতি প্রয়োজনীয়
একটি বিষয়ঃ বুঝে শুনে হিসেবে নিকেশ করা যদিও
না বুঝে মুখস্থ করার অভ্যাস অনেক পুরনো। অংক করার আগে অধ্যায়ের শুরুর মুখবন্ধ বুঝে
নিলে নিজে নিজে কঠিন অংক সহজে করা যায়। গার্মেন্টস-টেক্সটাইল সেক্টর ও রপ্তানি প্রক্রিয়ায়
সম্পৃক্ততার সুবাদে প্রায় কাপড়কে কেজি থেকে গজে কিংবা গজ থেকে
কেজিতে কনভার্ট করা লাগে।
একটি বিষয়ঃ বুঝে শুনে হিসেবে নিকেশ করা যদিও
না বুঝে মুখস্থ করার অভ্যাস অনেক পুরনো। অংক করার আগে অধ্যায়ের শুরুর মুখবন্ধ বুঝে
নিলে নিজে নিজে কঠিন অংক সহজে করা যায়। গার্মেন্টস-টেক্সটাইল সেক্টর ও রপ্তানি প্রক্রিয়ায়
সম্পৃক্ততার সুবাদে প্রায় কাপড়কে কেজি থেকে গজে কিংবা গজ থেকে
কেজিতে কনভার্ট করা লাগে।
এজন্য সরাসরি কোনো ফর্মুলা
জানা নেই। কেউ কেউ অন্যের কাছ থেকে মুখস্থ করা ফর্মুলা দিয়ে কাজ সারেন। ফর্মুলার ব্যাখ্যা
খুব কম মানুষই বুঝেন কিংবা বুঝার চেষ্টা করেন। বুঝে কাজ চালিয়ে নেওয়ার চেয়ে না বুঝে
শর্টকাটে কাজ চালানোই অনেকের পছন্দ৷
কাজের সুবিধার্থে সহজে মনে
রাখার মত করে কয়েক বছর আগে একটি ফর্মুলা সাজিয়ে নিয়েছি। শুধু কাপড়ের ওজন (জিএসএম) এবং
প্রস্থ জানলেই একটি ধ্রুবকের সাহায্য নিয়ে এক নিমিষেই এক গজ সমান কত কেজি কিংবা এক
কেজিতে কত গজ বের করা যায়।
রাখার মত করে কয়েক বছর আগে একটি ফর্মুলা সাজিয়ে নিয়েছি। শুধু কাপড়ের ওজন (জিএসএম) এবং
প্রস্থ জানলেই একটি ধ্রুবকের সাহায্য নিয়ে এক নিমিষেই এক গজ সমান কত কেজি কিংবা এক
কেজিতে কত গজ বের করা যায়।
অবশ্য ফরমুলার যদি গানিতিক
বিশ্লেষণ ও সত্যতা না থাকে তাহলে সেটি ব্যবহার করা যায় না। আসুন গানিতিক বিশ্লেষণ সহ
কাপড়কে কেজি থেকে গজে কিংবা গজ থেকে কেজিতে নেওয়ার ফর্মুলা জেনে নেই:
বিশ্লেষণ ও সত্যতা না থাকে তাহলে সেটি ব্যবহার করা যায় না। আসুন গানিতিক বিশ্লেষণ সহ
কাপড়কে কেজি থেকে গজে কিংবা গজ থেকে কেজিতে নেওয়ার ফর্মুলা জেনে নেই:
১ গজ কাপড় সমান কত কেজি কিংবা
১ কেজি কাপড়ে কয় গজ হয় তা নিচের ফর্মুলার সাহায্যে সহজেই হিসেব করা যায় । এজন্য কাপড়ের
পার স্কয়ার মিটারের ওজন (জিএসএম) এবং প্রস্থ জানা থাকতে হয়:
১ কেজি কাপড়ে কয় গজ হয় তা নিচের ফর্মুলার সাহায্যে সহজেই হিসেব করা যায় । এজন্য কাপড়ের
পার স্কয়ার মিটারের ওজন (জিএসএম) এবং প্রস্থ জানা থাকতে হয়:
ফর্মুলাঃ
{জিএসএম × কাপড়ের প্রস্থ
(ইঞ্চি)}
১ গজ কাপড় = ——————————————- কেজি
৪২৯১৩.৩৯
(ইঞ্চি)}
১ গজ কাপড় = ——————————————- কেজি
৪২৯১৩.৩৯
উদাহরণস্বরুপ : ১৬৫ জিএসএম এবং ৫৮ ইঞ্চি
প্রস্থ (width) বিশিষ্ট ১ গজ কাপড় সমান কত কেজি-
১ গজ কাপড়
= (১৬৫ x ৫৮)/৪২৯১৩.৩৯
= (১৬৫ x ৫৮)/৪২৯১৩.৩৯
= ০.২২৩ কেজি
এক্সপ্লানেশনঃ
কাপড়ের জিএসএম ১৬৫ এর মানে হল-
১৬৫ গ্রাম কাপড় = ১ স্কয়ার মিটার
সুতরাং ১০০০ গ্রাম (১ কেজি) কাপড় =
১০০০÷১৬৫
= ৬.০৬ স্কয়ার মিটার
১০০০÷১৬৫
= ৬.০৬ স্কয়ার মিটার
ক্ষেত্রফল= দৈর্ঘ্য x প্রস্থ
এখানে কাপড়ের দৈর্ঘ্য = ১ গজ এবং কাপড়ের প্রস্থ = ৫৮ ইঞ্চি
আমরা জানি, ১ গজ = ০.৯১৪৪ মিটার এবং ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার = ০.০২৫৪ মিটার
অতএব ৫৮ ইঞ্চি = ১.৪৭৩ মিটার
কাপড়ের ক্ষেত্রফল = ০.৯১৪৪ x ১.৪৭৩ স্কয়ার মিটার
= ১.৩৪৭ স্কয়ার মিটার
আবার, ৬.০৬ স্কয়ার মিটার কাপড় = ১ কেজি
=> ১.৩৪৭ মিটার স্কয়ার কাপড় = ১.৩৪৭ ÷ ৬.০৬ কেজি
= ০.২২২ কেজি
= ০.২২২ কেজি
কার্টেসি: কাপড় জামা ডট কম।
Texpedi.com