Headline: This site is serving as Textile WIKIPEDIA for Textile Engineering students, faculty members, researchers and practitioners

Top 10 Online Meeting Applications | Online Conferencing Apps

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মারাত্মক প্রাণঘাতী করোনা ভাইরাস ইতিমধ্যেই বৈশ্বিক মহামারি আকার
ধারন করেছে। এর নিষ্ঠুর ছোবল থেকে রেহাই পায়নি এমনকি আমেরিকা
, জার্মানি, ইতালি, ফ্রান্স,
স্পেন সহ বিশ্বের বাঘা বাঘা দেশ গুলো পর্যন্ত। এর প্রভাবে
মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা-বানিজ্য
, শিক্ষা,
স্বাস্থ্য সহ সকল ক্ষেত্রই। পুরো বিশ্ব যেন থেমে যেতে বাধ্য
হয়েছে। কিন্তু এভাবে তো একেবারে হাত-পা গুটিয়ে বসে থাকলে চলবে না। সকল সীমাবদ্ধতার
কথা মাথায় রেখেই ধীরে ধীরে খাপ খাইয়ে নিতে শুরু করেছে বিশ্ববাসী। ক্ষুদ্র পরিসরে
হলেও আরম্ভ হচ্ছে আবার সব কিছু বিশেষ করে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা প্রতিষ্ঠান
এভাবে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হয়ে থাকলে
, চরম বিপর্যয়
অবশ্যম্ভাবী। তাই অনলাইনে শিক্ষা কার্যক্রম আরম্ভ হয়েছে। শুধু শিক্ষা প্রতিষ্ঠানই
না বরং সম্ভব ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠান গুলোও তাদের ব্যবসায়িক কার্যক্রম যতটুকু
সম্ভব চালিয়ে নিচ্ছে অনলাইনে। বাংলাদেশে স্কুল পর্যায়ে টেলিভিশনে নিয়মিত বিভিন্ন
শ্রেণীর ক্লাস সম্প্রচার করার মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলমান রাখতে সক্ষম হয়েছে।
এজন্য যথাযথ কর্তৃপক্ষ অবশ্যই ধন্যবাদ পাবার দাবীদার। আবার কলেজ বিশ্ববিদ্যালয়
পর্যায়েও অনলাইনে নানান এপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রম চালু
করার উদ্যোগ ইতিমধ্যেই নিয়েছে। অনলাইনে মিটিং কিংবা ক্লাস লেকচার ডেলিভারি করার
জন্য অনেক গুলো জনপ্রিয় অনলাইন এপ্লিকেশন আছে। আসুন এক এক করে দেখে নিই এপ্লিকেশন
গুলো কি কি
?

Texpedi.com

Check out these related articles:

Leave a Comment